• September 20, 2024

লক্ষ্মীছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়লো সরকারি স্টাফ কোয়ার্টার

 লক্ষ্মীছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়লো সরকারি স্টাফ কোয়ার্টার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টাফ কোয়ার্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এটি কোনো নাশকতা না অন্য কিছু তা তাৎক্ষনিক স্পষ্ট করে কেউ কিছুই বলতে পারে নি। এ ঘটনায় লক্ষ্মীছড়ি থানায় একটি সাধারণ ডাইরি রুজু করা হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৫-২০লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দ্রæত লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়ায় পাশর্^বর্তি বসত ঘরগুলো রক্ষা পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস যোগ দিলে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের সূত্রপাত সর্ম্পকে নিশ্চিত হতে না পারলেও কোনো দুর্বৃত্তের দারা এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও দীর্ঘ দিনের পুরনো বিদ্যুৎ সংযোগ থাকায় শর্টসার্কিট হওয়ার বিষয়টিও উড়িয়ে দেয়া যায় না। তবে তদন্তে বেড়িয়ে আসতে পারে আগুনের আসল রহস্য।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনা জানার সাথে সাথে আমাদের টীম ছুটে যায়, অতিদ্রæত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানান তিনি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী রুজু করা হয়েছে, ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য ভবনটিতে ২জন স্টাফ বসবাস করতো। জন্মাষ্টমীর ছুটির দিন থাকায় ঘটনার দিন কেউ ছিলো না। ভবনটি পুরোন এবং টিনশেড বিল্ডিং। বিল্ডিংটিতে মানুষ থাকার পাশাপাশি ক্লিনিক্যাল কাজও হতো। এ আগুন লাগার ফলে আসবাবপত্র, ফ্রিজ, খাটসহ প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্রের ব্যাপক ক্ষতি হলো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post