স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বদলী হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়।। ৯ অক্টোবর বৃহস্পতিবার ছিলো শেষ কর্মদিবস। তার বিদায়কে ঘিরে লক্ষ্মীছড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পরে বিদায়ী অতিথি সেটু কমুার বড়ুয়াকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান জনপ্রতিনিধিরা। এছাড়াও দিন ব্যাপি এলাকাবাসীর পক্ষ হতে উপজেলা বিএনপি, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা রেডক্রিসেন্ট, উপজেলা ক্রীড়া সংস্থা আলাদা আলাদা ভাবে সম্মনানা ক্রেষ্ট ও ফুল দিয়ে অতিথিকে বিদায় জানান। অপর দিকে উপজেলা অফিসার্স ক্লাব, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা দিয়েছে।
২০২৪ সালের ১৭ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে সেটু কুমার বড়ুয়া লক্ষ্মীছড়িতে উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবায় নিয়োজিত রেখে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার নানা উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়। গরীব অসহায়দের অর্থ সহায়তার পাশপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ক্রীড়ার মান উন্নয়নে ছিলো স্মরনণীয় অবদান। বিদায় উপলক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা অংশ নিয়ে বক্তব্যে তাঁর নিষ্ঠা ও মানবিক গুণাবলীর নানা দিক তুলে ধরে প্রশংসা করেন।

জানা যায়, লক্ষ্মীছড়ির ইউএনও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যোগদানের পর ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। লক্ষ্মীছড়ি উপজেলায় নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত মানিকছড়ি উপজেলার ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া লক্ষ্মীছড়ির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।।