স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর, নানুপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, এ্যামোনিশন, ধারালো অস্ত্র, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ একজন সশস্ত্র দু্র্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দুর্বৃত্তের নাম আব্দুল হালিম ইমন (৩৮), পিতাঃ মোঃ শফি, গ্রামঃ আব্দুল্লাহপুর, পোঃ জাহপুর, থানাঃ ফটিকছড়ি, জেলাঃ চট্টগ্রাম। অভিযানে সেনা টহল দল তল্লাশী করে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি হলো- শট গান ১টি, থ্রি নট থ্রি তাঁজা এ্যামোনিশন রাউন্ড, পিস্তলের তাঁজা এ্যামোনিশন ৬ রাউন্ড, শট গানের তাঁজা এ্যামোনিশন ৭ রাউন্ড, ৭.৬২ মিঃ মিঃ ব্ল্যাংক এ্যামোনিশন ১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ১১ রাউন্ড, এ্যামোনিশন ক্লিপ ১টি, ইয়াবা ট্যাবলেট ১৪৪ পিস, চাইনিজ কুড়াল ১টি, দেশী ধারালো অস্ত্র ৯টি, রাম দা ২ টি, চেইন ১টি, মোবাইল (বাটন ফোন) ৫টি, মোবাইল (স্মার্ট ফোন) ১০টি, বিদেশী সিম ৩টি, বাংলাদেশী সিম ২২টি, পেন ড্রাইভ ২টি, বডি ক্যামেরা ১টি, কালো বেল্ট ১টি।
গ্রেফতারকৃত আসামীকে নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।