লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

লক্ষীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলার লক্ষীছড়ি উপজেলায়  প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে লক্ষীছড়ি উপজেলা প্রশাসন।

পরে লক্ষীছড়ি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী |

বক্তব্য রাখেন, লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, লক্ষীছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আলী মর্তুজা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক অসিম কুমার সাহা প্রমুখ।

সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

এদিকে লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে আলাদা করে দিবসটি পালন করা হয়।

Read Previous

খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন, কাউন্সিলর মংরে মারমা’র মৃত্যুতে শোক প্রকাশ

Read Next

সবুজ পাতার দেশ পত্রিকার অর্থায়নে ঢেউটিন প্রদান