লক্ষ্মীছড়ি জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে গণহত্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক নাজমুল হুদার  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষীছড়ি জোন কমান্ডার ও অত্র বিদ্যালয়ের সভাপতি লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি। তিঁনি বলেন, ঐ দিন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে, এদেশের নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালিদের উপর কাপুরুষের মত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। ঐদিন তারা আমাদের শুধু হত্যাই করতে চাইনি, আমাদের বাঙ্গালি জাতিসত্তাকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়েই অপারেশনে নেমেছিলো তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিম। এছাড়া অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি মহাজনসহ আরো অনেকে।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম বলেন, যখন জানতে পারলাম ২৫ শে মার্চ ভয়াল রাতে আমার নিরীহ ভাইবোনের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তখনই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করি এবং যুদ্ধে চলে যাই। এছাড়াও অনলাইন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন প্রবীণ ব্যক্তি এবং একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

Read Previous

খাগড়াছড়িতে একাত্তরের শহীদদের স্মরণে দীপশিখা কর্মসূচি পালন

Read Next

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী