লক্ষ্মীছড়িতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে ১০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র (আনারস) প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ডিসেম্বর শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান লক্ষ্মীছড়ি ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা মোটরসাইকেল বহরে কর্মী-সমর্থক নিয়ে উপজেলা সদর অতিক্রম করে।

এই দৃশ্য লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো: ইয়াছিন এর নজরে আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রার্থীকে জানিয়ে দিয়ে সতর্ক করেন ইউএনও। ভবিষ্যতে একই অপরাধ সংঘঠিত না হয় সেই সাবধানতা অবলম্বন করতে বলা হয়।

আগামী ২৬ ডিসেম্বর লক্ষ্মীছড়ি ৩ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা যায়, লক্ষ্মীছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী  উষাজাই চৌধুরী(নৌকা), স্বতন্ত্র প্রার্থী স্বপন চাকমা (মোটরসাইকেল), প্রবিল কুমার চাকমা(আনারস), জয়া চাকমা(চশমা)  প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

Read Previous

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের সংবর্ধনা

Read Next

গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা মানিকছড়িতে