• December 24, 2024

লক্ষ্মীছড়িতে শিক্ষার্থীদের ইউনিক আইডি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 লক্ষ্মীছড়িতে শিক্ষার্থীদের ইউনিক আইডি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলায় শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান সংক্রান্ত প্রোফাইল ও ডাটাবেজ তৈরী সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

২০সেপ্টেম্বর সোমবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন। বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষব আবু বক্কর ছিদ্দিক। উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল প্রকল্পের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

দুইদিন ব্যাপি আয়োজিত এ কর্মশালায় ১টি কলেজ ও ৭টি স্কুলের প্রধান শিক্ষক ও আইসটি শিক্ষকসহ ১৬জন  অংশগ্রহণ করেন। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে ৬ষ্ট শ্রেণী হতে সকল শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ প্রণয়নের আওতায় ইউনিক আইডি তৈরী করতে তথ্য ফরম পূরণের নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post