লক্ষ্মীছড়িতে শিক্ষার্থীদের ইউনিক আইডি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলায় শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান সংক্রান্ত প্রোফাইল ও ডাটাবেজ তৈরী সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

২০সেপ্টেম্বর সোমবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন। বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষব আবু বক্কর ছিদ্দিক। উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল প্রকল্পের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

দুইদিন ব্যাপি আয়োজিত এ কর্মশালায় ১টি কলেজ ও ৭টি স্কুলের প্রধান শিক্ষক ও আইসটি শিক্ষকসহ ১৬জন  অংশগ্রহণ করেন। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে ৬ষ্ট শ্রেণী হতে সকল শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ প্রণয়নের আওতায় ইউনিক আইডি তৈরী করতে তথ্য ফরম পূরণের নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে।

Read Previous

মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কমিটি গঠন

Read Next

মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত