লক্ষ্মীছড়িতে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপের্টারা: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পালিত হয়েছে।

২৮ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভাষ তালুকদার উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ে হাত ধোয়া সম্পর্কে বিশেষ প্রশক্ষণ দেয়া হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি পালন করে।

Read Previous

মানিকছড়িতে সাংবাদিক আলমগীরের বাসায় দুর্ধর্ষ চুরি

Read Next

মহালছড়ির সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপ পূজা উদ্বোধন