লক্ষ্মীছড়িতে ৪’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর
স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান(২য় পর্যায়) সারা দেশে ভিডিও কন্ফারেন্স’র মাধ্যমে ৫৩ হাজারেরও বেশি ঘর উদ্বোধন করবেন।
জেলার ৯ টি উপজেলার জন্য ৩হাজার ৫৮৯ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ চলছে। ২০জুন রোববার ১ হাজার ৯শ ৬৩ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর লক্ষ্মীছড়ি উপজেলায় ৪০০ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিনসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ৭০০টি ঘরের মধ্যে বাকি ৩০০টি ঘর নির্মাণ কাজ বাস্তবায়নাধীন রয়েছে।