লক্ষ্মীছড়ির স্বর্ণকন্যা মনিকা চাকমাকে বরণ করা হবে সোনার হার দিয়ে
সাফজয়ী নারী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিতে প্রস্তুত মুক্তমঞ্চ
স্টাফ রিপোর্টার: সাফজয়ী বাংলাদেশ নারী দলের অন্যতম ফুটবলার লক্ষ্মীছড়ির স্বর্ণকন্যা মনিকা চাকমাকে বরণ করা হচ্ছে সোনার হার উপহার দিয়ে। রোববার বিকেলে লাল-সবুজের কপড়ে উপজেলার মুক্তমঞ্চে মনিকা চাকমাকে বরণ অনুষ্ঠানের আয়োজন প্রায় সম্পন্ন। বিকাল ৩টায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পর্বে ফুল দিয়ে বরণ করা হবে। এরপর বিশেষ আকর্ষণ স্বর্ণের হার পরিয়ে দেবেন আয়োজকরা। ল²ীছড়ি বাজারের শতরুপা জুয়েলার্স উজ্জল কুমার বনিককে মনিকার জন্য স্বর্ণের হার বানানোর অর্ডার দেয়া হয়ছ বলে সূত্রে জানা গেছে।
এর পর সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সবশেষ থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ল²ীছড়ি উপজেলা ক্রিড়া সংস্থা এই আয়োজন করছে। ক্রিড়া সংস্থার যুগ্ম আহবায়ক মো: নাহিয়ান জানান, ইতিমধ্যে মনিকা চাকমা নিজ বাড়ি সুমন্ত পাড়ায় এসে পৌছেছেন শুক্রবার রাতে। মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে মনিকাকে অভ্যর্থনা জানানো হয়। মনিকা ছাড়াও তার বাবা-মাকেও সংবর্ধনা দেয়া হবে বলে আয়োজকরা জানান।
গত ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে লাল-সবুজের দল সাফ চ্যাম্পিয়ন ট্রপি গৌরব অর্জন করে। এ সাফল্যে খাগড়াছড়ির ফুটবল কন্যা মনিকা চাকমাকে জেলা প্রশাসকের পক্ষ হতে ৪ লাখ টাকা পুরস্কারের চেক প্রদান করা হয়। দেয়া হয় সংবর্ধনা। এর রাঙ্গামাটি, চট্টগ্রাম, বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা