লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে শীতার্ত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ির জোনের সেনাবাহিনীর উদ্যোগে গাড়ীটানা এলাকায় শীতার্ত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতের তীব্রতা থেকে সাধারণ মানুষকে রক্ষায় প্রতিবছরের মত এবছরও লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকার শীতার্ত গরীব ও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী। জানা যায়, উত্তর গাড়ীটানা এলাকার পাহাড়ি ত্রিপুরা সম্প্রদায় এবং বাংগালী শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরণকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি বলেন, পূর্বের ন্যায় সর্বদা এলাকার অসহায় এবং গরীর মানুষের যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রত্যক্ষভাবে পাশে থাকবে বলে জানান জোন কমান্ডার।

প্রায় শতাধীক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যোগ্যছোলা ইউনিয়ন চেয়ারম্যান ক্যায়জুরী মহাজন, যোগ্যছোলা ইউনিয়নের মেম্বার ও অন্যান্য গণ্যমান্য বক্তিবর্গ।

Read Previous

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গুইমারাতে অবহিতকরণ সভা

Read Next

বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে ত্রিশাল থেকে পদযাত্রা খাগড়াছড়িতে শেষ হবে বৃহস্পতিবার