লঙ্গদুতে কৃষি বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ আব্দুর রহিম ,লঙ্গদু: খরিপ-১ কর্মসূচীর আওতায় লঙ্গদু উপজেলা কৃষি অফিসের উদ্দোগে আজ উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন কৃষকের মাঝে বিনামুল্যে কৃষি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উওজেলা কৃষি অফিস চত্বরে এইসব কৃষি বীজও রাসায়নিক সার বিতরন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চালনায় কৃষি বীজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লঙ্গদু উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু। প্রধান অতিথি সরকারী ভাবে প্রাপ্ত কৃষি বীজের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের আহবান জানান।

অনুষ্ঠানে ৭০জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read Previous

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে মানিকছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

Read Next

খাগড়াছড়িতে ”তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি” প্রকল্পের উদ্বোধন