লঙ্গদু উপজেলায় মোঃ আব্দুর রহিম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

লঙ্গাদু প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ বিচারকদের বিবেচনায় লঙ্গদু উপজেলায় করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আব্দুর রহিম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। ২১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৩ ডিসেম্বর/১৯৯৯ মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসায় তিনি সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। ২০১২ সালের ২২ এপ্রিল তিনি উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং ২০১৬ সালে প্রথমবারের মত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। ২০১৬ সালের ২ আগস্ট তিনি করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং ২০১৯ সালে দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখিতেও জড়িত। তিনি অনলাইনে পাহাড়ের আলো ডটকম’র  লঙ্গাদু উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

জানা যায়, এবারের শিক্ষা সপ্তাহে তার বিদ্যালয় থেকে দেশাত্ববোধক ও নজরুল সঙ্গীতে ধরিত্রি চাকমা ক বিভাগে এবং অনিমা চাকমা খ বিভাগে রবীন্দ্র সঙ্গীতে উপজেলায় সেরা নির্বাচিত হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post