লামায় পানিতে ডুবে যুবতির মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় খালে গোসল করতে গিয়ে সাবিনা আক্তার (২৬) নামের এক যুবতির মৃত্যু ঘটেছে। সে রুপসীপাড়া ইউনিযনের ৫ নং ওয়ার্ডের বাজারপাড়ার ছিদ্দিক জমাদারের মেয়ে।
বুধবার সকালে লামাখালের বারেক মেম্বার ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে সে তলিয়ে যায়। পরিবার সুত্রে জানা গেছে সাবিনা আক্তার একজন মৃগীরোগী ছিলেন। ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা সাবিনা আক্তারের মৃগীরোগ থাকার কথা স্বীকার করেছেন। লামা থানার পুলিশ পরিদর্শক অপ্পেলা রাজু নাহা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।