• December 27, 2024

লামায় বিষপান করে গৃহবধূর আত্মহত্যা

লামা(বান্দরবান) প্রতিনিধি: স্বামীর সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় মাক্যচিং মার্মা (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়ায় এ ঘটনা ঘটে। মাক্যচিং মার্মা ছোটপাড়ার বাসিন্দা মংক্যহ্ণা মার্মার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত শুক্রবার সন্ধ্যার দিকে গৃহবধূ মাক্যচিং মার্মার সঙ্গে স্বামী মংক্যহ্ণা মার্মার ঝগড়া হয়। কিছুক্ষণ পর এর জের ধরে অভিমানে বিষপান করলে স্বজনেরা মাক্যচিং মার্মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ৮টার দিকে গৃহবধূ মাক্যচিং মার্মা মারা যান।

বিষপান করে গৃহবধূ মাক্যচিং মার্মার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, লাশের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post