• May 19, 2024

লামায় “মাসাফী” পিওর ড্রিংকিং ওয়াটার উদ্বোধন

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় “মাসাফী” পিওর ড্রিংকিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রুবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ফিতা কেটে ও সুইস উম্মুক্ত করে ইহার উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাতামুহুরী নদীর ঘাটে ব্যক্তিগত উদ্যোগে বাণিজ্যিক ভিত্তিতে অত্যাধুনিক “আর ও” মেশিনের মাধ্যমে মাতামুহুরী নদীর পানি পরিশোধন করে বাজারজাত করা হবে বলেছেন ‘এস.বি.এস. ওয়াটার প্লান্ট’র স্বত্তাধিকারী গোলাম আজম সৌরভ।

উল্লেখ্য, লামায় এলজিইডি, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে পৃথক ৩টি পানি প্রকল্প এলাকার চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ার কারনে ব্যক্তি উদ্যোগে বিশুদ্ধ ও নিরাপদ পানির চাহিদা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে শুরু হলো “মাসাফী” পিওর ড্রিংকিং ওয়াটার’র অভিযাত্রা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post