• May 19, 2024

শহর থেকে গ্রামমুখী শত শত কর্মহীন মানুষ, করোনা ঠেকাবেন কেমনে!

আলমগীর হোসেন: ১৫ এপ্রিল বুধবার। এইটি কোন সিনেমার টিকেট কাউন্টার, চাকুরীর ইন্টারভিউ কিংবা কোন বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ নয়। নিজ ঘরে ফিরে যাবেন। বাঁধা হলো চেক পোস্ট। খাগড়াছড়ি জেলার প্রবেশ দ্বার মানিকছড়ি উপজেলার নয়াবাজার চেক পোষ্ট। গণপরিবহন বন্ধ থাকায় গাড়ি রিজার্ভ কিংবা পায়ে হেটে জড়ো হয়েছেন এখানে। সমস্যা করোনা। না হলে এমনটি হওয়ার কথা নয়। খাগড়াছড়ি জেলা প্রশাসকের নিশেধাজ্ঞা অমান্য করেই কর্মহীন এ মানুষগুলো শহর ছেড়ে পাহাড়ের নিজ গৃহে প্রিয়জনের কাছে ছুটে চলা।

যদিও বলা আছে করোনা ভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় সামাজিক দূরুত্ব বজায় রাখা। কিন্তু কে শোনে কার কথা। কিভাবে ঠেকাবেন করোনা। প্রতিদিন খাগড়াছড়ি জেলায় শহরের বিভিন্ন জেলায় ও চট্টগ্রাম থেকে হাজার হাজার কর্মহীন মানুষ প্রবেশ করছেন। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস গণ বিজ্ঞপ্তিতে যদিও বলেছিলেন, জেলার কোন লোক বাহিরে কিংবা ভেতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এ ঘোষণা কেউ মানছেন না।

চেক পোস্টে জড়ো হওয়া দীঘিনালা হিরা চাকমা(৩২) পিতা-গৌতম মনি চাকমা, জানান, সকাল ৭টায় এসে নাম তালিতার জন্য লাইনে দাড়িয়েছে এখনবেলা ১২টা আমার নাম তালিকা দেয়া হয় নাই। হাজার খানিক লোক তাই সময় লাগছে।

চেক পোস্টে নাম তালিকায় কাজ করছেন মানিকছড়ি থানা পুলিশ, ভিডিপি, সেনাবাহিনী, রেডক্রিসেন্ড, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, মানিকছড়ি হাসপাতাল স্বাস্থ্য বিভাগ। দেখা গেছে জনপ্রতিনিধিরাও পানি ও শুকনা খাবার নিয়ে ছুটে গেছেন সেখানে।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আমির হোসেন, জানান এভাবেই হাজার হাজার লোক প্রবেশের অপেক্ষায়। কত জনকে ঠেকানো যাবে। থামানোর চেষ্টা করলে জঙ্গল দিয়েই হাঁটতে থাকবে। সেটা দুর্ঘটনার কারণও হতে পারে বলে মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post