লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে জরুরী অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর সহায়তায় বাজার এলাকায় অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় মেজর আমির উল এহসান, লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মো: ছলিম উল্লাহ, বাজার কমিটির সভাপতি আবুল কালামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় জোন কমান্ডার বলেন, কোথাও আগুন লাগার ঘটনা ঘটুক এটা কখনই কামনা করি না, তবু অসাবধানতা বশত: অগ্নি সংযোগের মত ঘটনা অনাকাংখিতভাবে ঘটে গেলে প্রাথমিকভাবে যেনো তা নিয়ন্ত্রণ করা যায় সে জন্যই লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহনীর এ উদ্যোগ। সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সতর্ক ও সাবধান থাকার অনুরোধ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো: জাহাংগীর আলম।

Read Previous

মহালছড়িতে ১০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা ধামাচাপা…

Read Next

মাটিরাঙ্গায় বিভিন্ন জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত