শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ি উপজেলার ১১ নং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি ৭নং ওয়ার্ডের পয়ার তালুকদার পাড়ার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সকালে ১৫০ পরিবারের মাঝে রোটারি ক্লাব অব চিটাগং পোর্টসিটি, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ও সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হোসেন তালুকদার, সাবেক প্রাইমারি স্কুলের শিক্ষক আলহাজ্ব মোঃ খলিল, অত্র এলাকার সমাজ সেবক ও ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব, মোঃ নজরুল ইসলাম, নাজিরহাট আলিফ হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম তালুকদার, মোঃ মোজাহার মিয়া, ৭নং শোভনছড়ি আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম।
এছাড়া সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি ও রোটারিয়ান সাজেদুল হক হাসান, রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোরশেদুল আলম, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির সভাপতি রোটার্যাক্টর নাজমুল হাসান শাকিল ও রোটার্যাক্টর হাফেজ আবু তৈয়ব ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।