সবার উদ্দেশ্য হতে হবে একই, উন্নয়নে কাজ করা- নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার: নানা মত থাকতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে। থাকতে হবে সবাই মিলেমিশে। সবাই ভালো থাকার স্বার্থে শান্তি বজায় রাখতে হবে। সবার উদ্দেশ্য হতে হবে একই, তা হলো এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা। ২৪ আর্টিলারি ব্রিগেড নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রকিব উদ্দিন খান এসব কথা বলেন।  ১ জুলাই রবিবার লক্ষ্মীছড়ি জোন সদরে আয়োজিত পরিচিতিমূলক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি আরো বলেন, সন্ত্রাসী সে, যে গোত্রের হোক না কেনো ছাড় দেয়া হবে না। সন্ত্রাসীরা যাতে উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি করতে না পার সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান জানিয়ে শিক্ষার উন্নয়নে তাঁর সহযোগীতা সবসময় থাকবে বলে আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্য হতে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমা, আবুল হাসেম চৌধুরী, আব্দুল মাজেদ গাজি, আব্দুর রশিদ মোল্লা, কলেজের প্রভাষক ডথই প্রু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় গুইমারা রিজিয়নের জিটুআই মেজর আশিকুর রহমান, লক্ষ্মীছড়ি জোনের জেডএসও লেফটেন্যান্ট রেজা, জোনের এ্যাডজুটেন্ড লেফটেন্যান্ট অভিজিত উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান-কার্বারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post