খাগড়াছড়ি প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা লোগাং ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট সকালে বৃহস্পতিবার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভিডিপির দলনেতা মোঃ জসিম উদ্দীনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, দলনেতা জসিম উদ্দীনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাড়িতে লাগানোর জন্য বিনামূল্যে চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশাধন চাকমা বলেন, “জসিম উদ্দীনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং সবুজায়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুতন ধন চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।