খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিন্দুকছড়ি সেনা জোনের ক্যাপ্টেন শাইয়ান কাদের। অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।তাই উপস্হিত সকলকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানানো তিনি।