সিন্দুকছড়িতে বাঙ্গালীর ৫একর জায়গার সেগুন বাগান ধ্বংস

 সিন্দুকছড়িতে বাঙ্গালীর ৫একর জায়গার সেগুন বাগান ধ্বংস
স্টাফ রিপোর্টার: জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মোঃ নোয়াব শেখ এর ৫একর জায়গায় সৃজিত সেগুন বাগান কর্তন করেছে উপজাতি সন্ত্রাসীরা। শনিবার মধ্যরাতে সিন্দুকছড়ির ২নং ওয়ার্ড মুসলিম পাড়া এবং পঙ্খিমুড়া এলাকার পরিত্যক্ত সেনা ক্যাম্পের সামনে মেইন রোডের পাশে মোঃ নোয়াব আলী এর সৃজিত বাগানে মর্মান্তিক বৃক্ষ নিধনের ঘটনা ঘটে। এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে অন্তত ৪লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ বাগানের মালিক।
পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং ভুমি দখলের উদ্দেশ্যে উপজাতীয় সন্ত্রাসীরা এসব অপকর্ম চালাচ্ছে বলেও জানান ভুক্তভোগিরা। এ ঘটনায় দোষীদের বিচার দাবী করেন স্থানীয়রা। এই ঘৃণ্য কর্মকান্ডের জন্য সেনা জোন এবং থানায় অবগত করেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিক।
গত ৬মাস পূর্বে পঙ্খিমুড়া পরিত্যক্ত ক্যাম্পের পাশের জায়গা আবুল বাশার,নীরব আলী ও সোহেলের সৃজিত বাগান কর্তন করেছিল সন্ত্রাসীরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post