সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক ঈদ সহায়তা প্রদান

গুইমারা প্রতিনিধি: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের আনন্দ ও খুশি সমাজের ধনী,  গরিব, দু:স্থ এবং প্রতিবন্ধী সকলে মিলে উৎসব মূখর পরিবেশে একযোগে উদযাপন করার লক্ষ্যে অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

মঙ্গলবার গুইমারা সাব জোন কার্যালয় প্রাঙ্গনে উপজেলার ৫১জন অসহায় ও দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে এসহায়তা প্রদান করা হয়।

১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন গুইমারা সাব জোন অধিনায় কক্যাপ্টেন মুফতি মাহমুদজয় এবং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরি উপস্থিত থেকে অসহায়দের প্রতি সহায়তার হাত প্রসারিত করেন। এর আগে হাফছড়ি ইউপি চেয়ারম্যান  চাইথোয়াই বলেন, র্ধম যার যার উৎসব সবার। তাই সকল সংস্কার ভুলে মানবতার বন্ধনে মিলিত হয়ে সকল ধর্মের মানুষ যাতে আসন্ন ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সিন্দুকছড়ি জোন এ আয়োজন করেছে। এ জন্য গুইমারাবাসি ও প্রতিবন্ধীদের পক্ষ থেকে জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদসহ সেনা কর্মকর্তাদের তিনি ধন্যবাদজ্ঞাপন করেন।

Read Previous

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবন্ধীদের পাশে সিন্দুকছড়ি সেনা জোন

Read Next

বুধবার ঈদ