স্কুল ছাত্রী কৃত্তিকা ত্রিপুরা হত্যার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল ত্রিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত প্রকৃত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার।
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি এবং বাবুছড়া সোনামিয়া টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকউল্লাহ পাটোয়ারী, বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা এবং বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ ওমর ফারুক প্রমূখ।

Read Previous

কৃর্ত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গুইমারাতে বিক্ষোভ

Read Next

দীঘিনালায় প্রাইমারি স্কুলে টিফিন বক্স বিতরণ