হালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবিতে উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল ও স্থানীয়রা।  ১২ নভেম্বর বুধবার সকালে মানববন্ধন করা হয়।

১৯৮৪ সালে মহালছড়ি উপজেলাটি গঠিত হলেও এখানে কোনো আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়। এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। একইভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। তাই এই দুটি প্রতিষ্ঠান মহালছড়ি মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করেছে স্থানীয়রা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইয়াছিন আরাফাত বাপ্পীর সঞ্চালনা একাত্ত প্রকাশ করে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা রতন চাকমা,মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ বক্তব্য রাখেন মোঃ ফখরুল হাসান,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন, আব্দুল কাদের সিয়াম, মোঃ আশরাফুল শাকিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন খাগড়াছড়ি জেলার ১১৯ বছরের প্রাচীন থানা মহালছড়ি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে উপজেলা রূপান্তরিত হয়।এত প্রাচীন ঘনবসতিপূর্ণ এই উপজেলা এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। আরো ৫৫ হাজার ঘনবসতিপূর্ণ উপজেলার এক মাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মহালছড়ি উপজেলা একটি ফায়ার সার্ভিস স্টেশন ও আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের জোর দাবি জানান।উপরোক্ত বিষয় দুটি জনবান্ধব হওয়ায় মানববন্ধনে শত শত জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে আরো স্পষ্ট করেন যে অতি দ্রুত যদি মহালছড়িতে ফায়ার সার্ভিস স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সমস্যা নিরসন না হয় তাহলে স্থানীয় সকলকে নিয়ে মহালছড়ি বাসী আন্দোলনে যাবে। মানববন্ধন শেষে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান মহোদয়ের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।