৭৫ হাজার এলকোহল প্যাড বিতরণ খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট’র

 ৭৫ হাজার এলকোহল প্যাড বিতরণ খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট’র

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে করোনার টিকাদান কার্যক্রম বাস্তবায়ন ও টীকা গ্রহণকারীদের হাত জীবাণুমুক্ত করণের জন্য সিভিল সার্জন অফিসকে ৭৫ হাজার পিস এলকোহল প্যাড দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।

২৮ মার্চ রবিবার খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এলকোহল প্যাড হস্তান্তর করেন।

এসময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা, ইউনিট কর্মকর্তা আব্দুল গণি মজুমদার সহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post