Month: February 2024

  • নাসিরের উপর গুলির প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    নাসিরের উপর গুলির প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ির পানছড়িতে বাঙালি ব্যবসায়ী নাসিরের উপর অতর্কীত গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের ছাড়াও ইঞ্জিনিয়ার মো: লোকমান, কাউন্সিলর আব্দুল মজিদ, আসাদ উল্লাহ প্রমুখ। বক্তারা ৩৬ হাজার বাঙালির হত্যাকারী সন্তু লারমা সহ পাহাড়ের সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানন। অন্যথায় পাহাড়ের শান্তিকামি সকল নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

    উল্লেখ্য, জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্তৃক মোঃ নাসিরকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে, এতে মারাত্মক আহত হয়ে গুলিবিদ্ধ নাছির বর্তমানে চট্রগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে

  • মাটিরাঙ্গার সাপমারাতে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ নারীর

    মাটিরাঙ্গার সাপমারাতে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ নারীর

    স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পর্যটকবাহি বাস ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত: ১৫ জন আহত হয়েছে।
    ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
    জানা গেছে, বুধবার সকালের দিকে খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহি পিকআপ গুইমারা যাচ্ছিল। গাড়িটি সাপমারা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহি রকি পরিবহনের একটি বাসের (ঢাকামেট্টো-ব-১৫-৯৬৮১) সাথে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপে থাকা ২ নারী ঘটনাস্থলেই মারা যান।
    এসময় যাত্রীবাহি পিকআপে থাকা অন্তত ১৫জন গুরতর আহত হয়। আহতদের সকলেই পিকআপের যাত্রী। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। এবিষয়ে দায়ীদের বিরুদ্ধে ববস্থা নেয়া হবে।
  • জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” অনুষ্ঠিত

    জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার: “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” জেলা পুলিশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” অনুষ্ঠিত হয়।
    নতুন কুড়িঁ ক্যান্টনমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর’র সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন লেডিস ক্লাবের সহ -সভাপতি ফারহানা চৌধুরী। বক্তব্য রাখেন নতুন কুড়িঁ ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
    অনুষ্ঠানে ষষ্ট থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা বই দুটি প্রথমে ৪০ মিনিট পড়তে দেয়া হয়। এরপর পড়া অংশটুকু হতে খাতায় প্রশ্ন লিখে জমা দিতে বলা হয়। জমা দেয়া প্রশ্ন হতে বিচার করে দুই গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিতদের পুরস্কৃত করা হয়।
  • গুইমাাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “বই পাঠ” উৎসব 

    গুইমাাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “বই পাঠ” উৎসব 

    গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারাতে পুলিশ সুপার এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ” বই পাঠ” উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন।

    খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)’র সার্বিক তত্বাবধানে ২০ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার দুপুর ১২টায় গুইমারা থানাধীন কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ছাত্র ছাত্রী নিয়ে “বই পাঠ ” উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পাল, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা কলেজিয়েট হাইস্কুলের সহকারী শিক্ষক সাথোয়াইঅং মারমা, মুন্নি মজুমদার ও হ্লানুচিং মারমা প্রমূখ। বই পাঠ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম।

    অনুষ্ঠিত “বই পাঠ” উৎসব উপলক্ষে অতিথিরা বলেন, ভাষার মাসে মাতৃভাষাকে জানা, দেশকে জানা, স্বাধীনতার সঠিক ইতিহাস জানা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানা এবং স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করনের লক্ষে বই পাঠের বিকল্প নাই। নতুন প্রজন্মকে বই পাঠে আগ্রহী করে সময় উপযোগি ব্যাতিক্রমী প্রথম বারের মতো আয়োজিত এই উৎসবকে সার্থক করে তুলার আহ্বান জানান।

    পরে “বই পাঠ” উৎসবে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিরতরণ করা হয়।

  • লক্ষীছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

    লক্ষীছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

    স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়িতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী এসএমজি ও ১টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

    ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালের দিকে লক্ষীছড়ি থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে লক্ষীছড়ি বাজার এলাকায় অবস্থানকালে ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে জনৈক ব্যক্তি মোবাইল ফোনে জানান যে, ১নং লক্ষীছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের ময়ূরখীলস্থ ফিরোজের আম বাগানের ভিতর পাহাড়ের ঢালুতে কে বা কাহারা পরিত্যক্ত অবস্থায় ১টি এসএমজি ও ৫ রাউন্ড গুলি রেখে গিয়াছে। উক্ত সংবাদ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টির সহায়তায় ঘটনস্থলে গেলে ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ১টি দেশীয় তৈরী এসএমজি, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

    পুলিশ সূত্রে জানায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আদালতের অনুমতিক্রমে জেলা পুলিশ লাইন্স অস্ত্রাগারে প্রেরণ করা হয়েছে।

  • খাগড়াছড়ি পুলিশ সুপার’র উদ্যোগে কলেজ পর্যায়ে “বই পাঠ” উৎসব

    খাগড়াছড়ি পুলিশ সুপার’র উদ্যোগে কলেজ পর্যায়ে “বই পাঠ” উৎসব

    স্টাফ রিপোর্টার: জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় সপ্তাহব্যাপী অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে “বই পাঠ” উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

    এরই ধারাবাহিতায ১৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ২ টার দিকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। বাংলাকে মাতৃভাষা হিসেবে পেতে বুকের রক্ত দিয়েছেন আমাদের ভাষা শহীদগণ। তাঁদের এই ত্যাগের যথার্থ সম্মান প্রদর্শন করতে বাংলা ভাষা চর্চার ক্ষুদ্র প্রয়াস হিসেবে আয়োজন এই বই পাঠ উৎসবের।

    পুলিশ সুপার বলেন, বই আমাদের আত্মার আত্মীয়। আমাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে বই। শিশু জন্মগ্রহণের পর থেকে সমাজে ধীরে ধীরে বেড়ে ওঠে, আর বই পড়ার মধ্য দিয়ে তার চিন্তা চেতনার বিকাশ ঘটে। কথায় আছে, যে প্রজন্মের হাতে বই আছে, সে প্রজন্ম কখনো পথ হারাবে না। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম বই বিমুখ একটি জাতি হয়ে গড়ে উঠছে। পাঠ্য বইয়ের বাইরে খুবই কম শিক্ষার্থীকে অন্য বই পড়ার দৃশ্য দেখা যায়। বই পড়ে মানুষের চিন্তা, জ্ঞান ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ে।

    তিনি বলেন, মানুষকে বই পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে একটি শিক্ষিত ও স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। পুলিশ সুপার মহোদয় আরো বলেন, ইন্টারনেটের কল্যাণে মানুষের জীবন অনেক সহজ ও গতিশীল হচ্ছে, একথা অস্বীকার করা যায় না। কিন্তু প্রতিটি বিষয়ের ভালো ও খারাপ দুটি দিকই রয়েছে। ইন্টারনেটের খারাপ দিক হল এর অপব্যবহার। তরুণ সমাজ তাদের মূল্যবান সময় অপচয় করছে ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ যদি এগুলোতে অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে এবং এ কারণে যদি তার স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, তখনই বাধে সমস্যা। ইন্টারনেট আসক্তি থেকে রেহাই দিতে ছাত্র-ছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
    এসময় উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে শুরু করে সব বয়সী নারীদের রাস্তা ঘাটে চলার পথে বিভিন্ন ভাষায় কটুকথা বলে থাকে বখাটেরা। বিদ্যালয়ে আসার পথেও বিরক্ত করে থাকে। স্কুল ও কলেজে মেয়েদের আসা যাওয়াতে কেউ অযাচিত ভাবে কটু কথা না বলে, বিরক্ত না করে সেই জন্য ইভটিজিং প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। কারো বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ থাকলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সবশেষে পুলিশ সুপার শিক্ষার্থীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা “কারাগারের রোজনামচা” বই পাঠ করার জন্য প্রদান করেন। বই পাঠ শেষে শিক্ষার্থীদেরকে পাঠ্য বিষয় থেকে ১০টি করে প্রশ্ন লিখতে বলা হয়।

    এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহ্ আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সহকারি অধ্যাপক হাসু চাকমা, সহকারি অধ্যাপক মোছাঃ শামিম আরা বেগম, প্রভাষক রিয়াজুল হক সোহেল, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির জেলা কর্মকর্তা আজিমুদ্দিন সহ অত্র কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • মাটিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

    মাটিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার: সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এ ক্যাম্পেইনের আয়োজন করে।

    মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা’র সভাপতিত্বে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

    এসময় আলুটিলা হৃদয় মেম্বারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার, গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ পারভেজ, ইউপি সদস্য অমৃত ত্রিপুরা ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

    শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জমি রেজিস্ট্রেশনসহ ১৮টির অধিক সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামুলক উল্লেখ করে খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ ধারা ৮ (১) অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করা তার পিতা-মাতা বা অভিভাবকের জন্য বাধ্যতামূলক। পাশাপাশি ৪টি ক্ষেত্রে মৃত্যু সনদ বাধ্যতামুলক।

    তিনি বলেন,  শিশুর জন্মের পরপর টিকা কেন্দ্র অথবা ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে ইনফরমেশন জানালে জন্ম নিবন্ধন সনদ ঘরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে শিশু জন্মের পর ১ থেকে ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ ও উক্ত উপহার প্রদান করা হবে। অনুষ্ঠানে শিশুদের কোলে তুলে আদর করেন খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

    এরপরে ইউনিয়ন পরিষদ তহবিল হতে গরীব কৃষক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্প্রে মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করেন,খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

  • মতবিনিময় সভা ও মানবিক সহায়তা প্রদান সিন্দুকছড়িতে

    মতবিনিময় সভা ও মানবিক সহায়তা প্রদান সিন্দুকছড়িতে

    গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা এবং গরিব অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

    ১৯ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় মানবিক সহায়তা প্রদান এবং ১১টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।

    এমত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা থানার (ওসি) মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার (ওসি) ইকবাল উদ্দিন, মানিকছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেনসহ আরো অনেক শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

    এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, অসচেতন অগ্নিকাণ্ড, ফায়ার ব্রিগেড, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

  • খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

    খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

    আসাদুলের সেঞ্চুরিতে পুলিশ লাইন্স স্কুলের ১১৫ রানের জয়
    স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জোনায়েদ কবীর সোহাগ। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আজহার হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম।
    অন্যান্যদের মধ্যা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম -সম্পাদক ক্যহ্লাসাই চৌধুরী, কোষাধ্যক্ষ বৈরী মিত্র চাকমা, জেলা পুলিশের ডিআইও আনোয়ার হোসেন, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মামুন হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট কোচ মুজাহিদ বাবু প্রমুখ।  জেলার ৪টি স্কুল এই খেলায় অংশ নিয়েছে। অংশগ্রহণকারী
    খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এই ৪ টি দলকে ৬ হাজার টাকা করে অংশগ্রহণ মানী প্রদান করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
    সকাল ৯টায় টসে জীতে ব্যাটিং সিদ্ধান্ত নয় পুলিশ লাইন্স স্কুল। আসাদুলের ৮৬ বলে ১০৩ রানের উপর ভর করে ৩৯.৫ ওভারে ২৭২ রান সংগ্রহ করে পুলিশ লাইন্স স্কুল। টেকনিক্যাল স্কুল ও কলেজের সাইদাত ৭ ওভার  ৫ বলে ৩ উইকেট এবং তাহসিন শান্ত ২ টি করে উইকেট তুলে নেন।
    জবাবে ব্যাট করতে নেমে টেকনিক্যাল স্কুল ও কলেজ ২৬.২ বলে ১৫৬ রানে অল আউট হয়ে গেলে ১১৫ রানের জয় পায় পুলিশ লাইন্স স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান সংগ্রহ করে তাহসিন। পুলিশ লাইন্স স্কুলের ফয়সাল তুলে নেয় ৩ উইকেট।
  • রামগড় সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ১

    রামগড় সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ১

    রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারতীয় রুপি ও বিভিন্ন মালামালসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ কাঁশিবাড়ি বিওপি ক্যাম্প এর একটি টহল দল

    ১৮ ফেব্রুয়ারী রোববার  দুপুরে রামগড় থানাস্থ মন্দিরঘাট সেগুনবাগান হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজার থানার দক্ষিণ সুলতানপুর ছিটিয়াপাড়া গ্রামের রায় মোহন দাস গুপ্ত’র ছেলে কাজল বরণ দাস গুপ্ত (৬৪)।
    রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন এর অধীনস্থ কাঁশিবাড়ি বিওপি’র জেসিও নাঃ সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল তাকে আটক করে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানায়, আটক কাজল বরণ দাশ গুপ্ত সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলটিম তল্লাশি করলে তার নিকট থেকে ১০ হাজার ৬৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বাংলাদেশি ১৮৯ টাকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। তথ্যমতে গত ৩০ জানুয়ারি অবৈধভাবে তার শ্বশুরের ভাতিজার বাড়িতে বেড়াতে ভারতে প্রবেশ করেছিলেন। আটকের পর মামলা রুজু শেষে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।