রামগড় ৪৩ বিজিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় ব্যাটালিয়(৪৩ বিজিবি) রামগড় জোন এর অধীনস্থ হেয়াকো বিওপিতে কর্তব্যরত না: সুবে: মো: খাবিরুলজ্জামান এর নেতৃত্বে ৩ অক্টোবর বৃহ:বার আনুমানিক ৬ টার দিকে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সিকদারখীল নামক স্থানে অভিযান চালায়। এসময় চট্টগ্রাম জেলার অর্ন্তরগত ভুজপুর থানাধীন পশ্চিম সিকদারখীল এলাকা থেকে ইয়াবাসহ ঐ এলাকার বাসিন্দা আমিনুল হকের ছেলে মোহাম্মদ নুরনবী(২৭) কে আটক করে বিজিবি। পরে আসামীসহ জব্দকৃত মালামাল ভুজপুর থানায় হস্তান্তর করত: মামলা রুজু করা হয়।
আসামীসহ জব্দকৃত মালামালের মধ্যে ছিল- মায়ানমার তৈরি ইয়াবা ট্যাবলেট ১৪৭ পিস, মাদক বিক্রি নগদ ৮,৪৪০ টাকা, ভারতীয় মুদ্রা ৫০ রুপি, মোবাইল ফোন ১টিসহ গ্রামীন সিম ১টি জব্দ করে।
রামগড় ৪৩ বিজিবি ও জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য ও যে কোন চোরাচালান প্রতিরোধে বিজিবি সজাগ রয়েছে। এ বিষয়ে কোন প্রকার ছাড় নয় বলে তিনি জানান।