দীঘিনালা জোনের ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

 দীঘিনালা জোনের ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা সেনাজোনে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন পরিদর্শনে এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দীঘিনালা জোনের দি বেবী টাইগার্স এর ব্যবস্থাপনায় নবনির্মিত ৩শ মিটার ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

এ সময় দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি, উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) মেজর মোঃ মোস্তাকিন জোন এডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, ক্যাপ্টেন হাসনাইন আলভী সহ অন্যান্য পদবির সৈনিকরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post