• April 16, 2025

লক্ষীছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

 লক্ষীছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

লক্ষীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

১৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদর ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন,পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এই দিনে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে নববর্ষ উদযাপন করে। আজকের উৎসব আমাদের জাতীয় ঐক্য, সংস্কৃতি ও স্বাধীন সত্তার প্রতীক।

তারা আরও বলেন, নতুন বছর নতুন আশার বার্তা নিয়ে এসেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে চায়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply