ফটিকছড়িতে সাড়ে ৪ হাজার কেজি চোরাই রাবার আটক
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সাড়ে চার হাজার কেজি চোরাই রাবার আটক করেছে পুলিশ। সোমববার দিবাগত রাতে উপজেলার ভূজপুর থানাধীন নারায়হাট শে^তছড়া এলাকা থেকে চোরাই রাবার ভর্তি একটি ট্রাক আটক করা হয়।
ভূজপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলেও তিনি জানান।
রাবারসহ ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি ফারুক জানান।