রাজস্থলী উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। পাহাড়ে এখন নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে, এর সুফল ভোগ করছে পার্বত্য এলাকায় সকল সম্প্রদায়ের জনসাধারণ। গত শনিবার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বাস্তবায়নে ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ তিন তালা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, জেলা পরিষদের সদস্য চানমনি তনঞ্চগ্যা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রেঅংগ্যা মারমা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, উথান মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা প্রমুখ।
উপজেলা কমপ্লেক্স এর ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত করণ, মেরামত ও সংস্কার কাজের মধ্যে ৩য় তলা বিশিষ্ট হাসপাতাল ভবন, ৪র্থ তলা বিশিষ্ট কনসালটেন্ট ডরমেটরী, এম ও ডরমেটরী, ৪র্থ তলা বিশিষ্ট নার্স ডরমেটরী ৮ ইউনিট, ৩য় তলা বিশিষ্ট স্টাফ ডরমেটরী (৬ ইউনিট) এবং সাইট ডেভেলপমেন্ট, সারফেস ড্রেন, বাউন্ডারী ওয়াল, রোড এন্ড পেভমেন্ট, গার্ডেনিং ওয়ার্ক, ডীপ টিউবওয়েল ও বৈদ্যুতিক সাব ষ্টেশন স্থাপন নির্মিত হবে। ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজগুলো সম্পন্ন করার কথা রয়েছে বলে জানা গেছে।