• December 27, 2024

মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (সংস্কার) কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের স্বর্বস্বপাড়ায় প্রতিপক্ষের গুলিতে ১ জেএসএস (সংস্কার) কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫ টার দিকে তাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্বপাড়ার পেজেন্দ্র লাল চাকমার ছেলে শান্তি জীবন চাকমা (৪৫) র বাড়ি ঘেরাও করে কতিপয় অস্ত্রধারী ইউপিডিএফ সন্ত্রাসীরা। এসময় শান্তি জীবন চাকমা ইউপিডিএফ’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় ঘরের পাশের লোঙ্গাতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার ২ পায়ে ২টি গুলি করে এবং পরে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে বিজিবি ও পুলিশ ঐ এলাকা ঘিরে রেখেছে এবং বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শান্তি জীবন চাকমা পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (সংস্কার)’র কর্মী বলে জানা গেছে। নিরাপত্তাবাহিনীর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সূত্রগুলো এঘটনায় পাহাড়ের চুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফের পক্ষ থেকে কোন বক্তব্যে পাওয়া যায়নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post