মানিকছড়িতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর অজান্তে বিয়ে ঠিক করে অভিভাবক।  সব ঠিকঠাক ২৭ জুলাই আয়োজন। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েকে মেনে নিয়ে পারেনি মেয়েটি। কৌশলে খবর পৌঁছে স্কুল শিক্ষকের কাছে।

এক পর্যায়ে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদকে অবহিত করেন। ফলে ২৬ জুলাই দুপুরে ইউএনও’র নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, এস.আই আবদুল কাদের র্ফোস নিয়ে পৌঁছে যায় ছাত্রীর পিতা উপজেলার রহমান নগরস্থ জহুর লাল কর্মকারের বাড়িতে।

সেখানে গিয়ে ছাত্রী পিতা জহুর লাল কর্মকার, মাতা বাসন্তী রাণী দাস থেকে মুচলেকা নিয়ে ফিরে আসেন সংশ্লিষ্ঠরা। ফলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ছাত্রীটি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post