উন্নয়নের প্রতিফলন ইউপি নির্বাচন- দাবি মানিকছড়ি আওয়ামীলীগের

আবদুল মান্নান, মানিকছড়ি: যোগ্যাছোলা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ক্যয়জরী মহাজন নৌকা প্রতীক চেয়ারম্যান পদে জয়লাভ করে।

২০১১ সালে মানিকছড়ি উপজেলার ১ নং মানিকছড়ি ও ২ নং বাটনাতলী ইউপি’র অংশ বিশেষ ভেঙ্গে ৩ নং তিনটহরী ও ৪ নং যোগ্যাছোলা ইউনিয়ন সৃষ্টি হয়। নবসৃষ্ট ইউপি’র প্রথম নির্বাচনে (২০১১) তিনটহরীতে বিএনপি’র উপজেলা সভাপতি এম.এ.করিম চেয়ারম্যান নির্বাচিত হলেও যোগ্যাছোলাতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন।

এর পর দু’টি ইউপিতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালায় আওয়ামীলীগ সরকার। ফলে ২০১৬ সালের নির্বাচনে তিনটহরী ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত হলেও সীমানা জটিলতার মামলায় নির্বাচন স্থগিত থাকায় যোগ্যাছোলা ইউপিতে চেয়ারম্যান হিসেবে বহাল থাকেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন।

বিশেষ করে গত ৭/৮ বছরে যোগ্যাছোলার রাস্তা-ঘাট, ব্রীজ-কালর্ভাট, স্কুল-মাদ্রাসার উন্নয়ন হয়ছে ব্যাপক। যার কারণে এ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী হয়। নির্বাচনী প্রচার-প্রচারণায় শীর্ষ নেতাদের উপস্থিতি এবং সরকারের উন্নয়ন মূল্যায়ণ করে আবারও সরকার দলীয় প্রার্থীকে অভিভাবক বানিয়েছে এখানকার ভোটাররা। আর এ বিজয়কে উন্নয়নের ধারাবাহিকতার প্রতিফলন হিসেব দেখছেন সরকার দল।

Read Previous

মানিকছড়িতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

Read Next

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলামের পিতার মৃত্যুতে বিএনপি’র শোক