• December 27, 2024

বাংলাদেশ বিনির্মাণে জাতিকে আধুনিক শিক্ষায়-দীক্ষিায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকরা -বীর বাহাদুর

লামা (বান্দরবান) প্রতিনিধি: লামায় মাতামুহুরী ডিগ্রী কলেজের সংবর্ধনা সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত হিসেবে জাতিকে আধুনিক শিক্ষায়-দীক্ষিায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।

শনিবার সকালে মাতামুহুরী ডিগ্রী কলেজ সরকারী করায় ছাত্র শিক্ষক ও অভিভাবকের যৌথ উদ্যোগে তাাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জোন কমান্ডার লেঃ কঃ মাহাবুবুর রহমান পিএসসি, এএসপি সার্কেল মোঃ আবু সালাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, ইউএনও নুর-এ-জান্নাত রুমী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক এম. রুহুল আমিন, ছাত্রীদের পক্ষে জয়ন্তী দাশ, মোঃ সহিদুল ইসলাম ও সালাউদ্দিন নাহিদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post