• December 24, 2024

লামায় বজ্রপাতে একই পরিবারের একজন নিহত, আহত ২

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় বজ্রপাতে একই পরিবারের ৪ বছরের এক শিশুকন্যা নিহত পিতা ও বোন গুরুতর আহত হয়েছে। ৫ অক্টোবর শুক্রবার বিকাল চার টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের দুর্গমে উল্লার ঝিড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত শিশুকন্যার নাম হুসনেআরা। একই ঘটনায় আহত হন নিহতের পিতা মোঃ কামাল হোসেন (৪৫) ও তার বড় মেয়ে সুনিয়া আক্তার (৮)।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। তিনি জানান, ঘটনার সময় পিতা কামাল হোসেন ও মেয়ে সুনিয়া আক্তারসহ নিহত হুসনে আরা নিজ ঘরের মধ্যে বসে ছিলেন। এসময় আচমকা বজ্রসহ বৃষ্টিপাত হলে একইসাথে তারা হতাহতের শিকার হন। লামা থানার পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা বজ্রপাতে কন্যাশিশু হিত ও একই পরিবারের পিতাসহ অপর কন্যা আহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post