লামায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাল উদ্বোধন
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় আজ রবিবার জাতীয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র তিরণ উদ্বোধন করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচীর উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, আলীকদম সেনাজোনের উপ-অধিনায়ক মেজর এ এইচ এম, ফকরুল ইসলাম চৌধুরী (পিএসসি), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম প্রমুখ বিশেষ অতিথি থাকবেন।