• December 26, 2024

ফটিকছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন এড. উত্তম কুমার মহাজন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন এড. উত্তম কুমার মহাজন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম ব্যক্তিগত সফরে মালয়েশিয়া সফরে যাওয়ায় তিনি তাঁর স্থলাভিষিক্ত হলেন। গত ২১ অক্টোবর থেকে তিনি ২১ দিন এ দায়িত্ব পালন করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার এক স্মারকমুলে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে অনুলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম এর ছুটিকালীন সময়ে বিধি মোতাবেক প্যানেল চেয়াম্যান হিসাবে তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

এড. উত্তম কুমার মহাজন বলেন, এ দায়িত্ব আমাকে আরো বেশি দায়িত্বশীল করে তুলবে। আমি আপামর জনগণসহ সংশ্লিস্ট সকলের সহযোগীতা কামনা করছি।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post