• December 27, 2024

মানিকছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিন্টু মারমা, মানিকছড়ি: মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ব্রাঞ্চ মানিকছড়ি ইউনিটের উদ্যোগে ২৩ জানুয়ারি মানিকছড়ি প্রেস ক্লাব হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপ-যুব প্রধান-২ আশরাফুল আলম‘র সঞ্চালনায় ও চিংওয়ামং মারমা মিন্টু‘র সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আজীবন সদস্য ম্রাগ্য মারমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আজীবন সদস্য জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য মো. মাঈন উদ্দিন,সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য সজল বরণ সেন,সদর ইউপি চেয়ারম্যান ও আজীবন সদস্য মো.শফিকুল ইসলাম ফারুক, যুবলীগ নেতা মো.সামায়ওন ফরাজি সামু আরসিওয়াই মো.হাবিবুর রহমান,মো.আহাদান সওদাগর ও মামুনুর রশিদ প্রমূখ।

এসময় প্রধান অতিথি বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আত্ম মানবতা সেবাই কাজ করে যাচ্ছে । পার্বত্য জেলায় প্রাকৃতি দূর্যোগের মোকাবেলায় যেমন পাহাড় ধ্বসের দূর্ঘতদের উদ্ধার ঘূর্ণি ঝড়সহ বিভিন্ন আত্ম মানবতা সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post