কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়কা প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে অফিসার্স কল্যাণ ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী। তিনি বলেন দুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে প্রতিনিয়ত প্রস্তুত থাকতে হবে। সবার আগে আমাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইনচার্জ মুকুন্দ লাল ত্রিপুরা এবং বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।