• November 23, 2024

রাঙ্গুনিয়ায় শব্দ দূষণের দায়ে মাইক জব্দ করলেন ইউএনও

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার গত বুধবার রাতে হযরত শরীফ শাহ রঃ এর ওরশের আয়োজিত মেলায় লাগানো মাইক ও সরঞ্জামাদি জব্দ করলেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

জানা যায়, সোনারগাঁও এলাকার হযরত শরীফ শাহ রঃ এর ওরশ আয়োজন করা হয়। সন্ধা হওয়ার পর ওরশে বাড়তে থাকে মানুষের ভিড়। শুরু হয় গান বাজনা, ঢাক ডোল। ওরশের অন্য পাশে বসে দু’টি জমজমাট জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় উপজেলা নিবার্হী কর্মকতা মো. মাসুদুর রহমান এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উচ্চ স্বরে সাউন্ড সিস্টেমে মাইক ব্যবহার ও অবৈধ জুয়া খেলা বন্ধ করে দেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, এখন এসএসসি পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গান-বাজনা, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post