• March 14, 2025

করোনা দুর্গতদের মাঝে রামগড়ে ইউপি চেয়ারম্যান শাহ আলমের ত্রাণ বিতরণ

রামগড় প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন প্রশাসন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার সীমান্তবর্তী শহর রামগড়ে ১নং ইউনিয়নে সরকারী ১হাজার ৫০ পরিবারের ত্রাণ সুবিধার পাশাপাশি পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের আহবায়ক মোঃ শাহ আলম মজুমদার এর নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারীভাবে ১হাজার ৫০ পরিবার ও ব্যক্তিগত অর্থায়নে আরো প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকাল থেকে ইউনিয়নের কর্মহীন ও অসহায়সহ দুস্থ পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন শাহ আলম চেয়ারম্যান। এসময় তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারী ত্রাণের পাশাপাশি নিজ ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে তার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post