করোনা সচেতনতা না মানায় মানিকছড়িতে ১২টি মামলা, জরিমানা
মো. ইসমাইল হোসেন: করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশ অমান্য করে অবাধে চলাফেরা, আড্ডা দেয়া ও উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখার অপরাধে মানিকছড়ি, তিনটহরী ও গচ্ছাবিল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২টি মামলায় ৩হাজার ৮৫০টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ।
৮ এপ্রিল বুধবার প্রতিদিনের ন্যায় সেনাবাহিনীর করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনা টহল অব্যহত ছিল। ফলে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর সহযোগীতায় মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন উপ-অধিনায় মেজর মো. রাহাত আহাম্মেদ, পিএসসি,জি ও মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেইন ফয়সাল মাহমুদ শুভ।