রামগড়ে মুক্তিযোদ্ধার সন্তান জসিম চৌধুরীর ত্রাণ বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: করোনাভাইরাসের প্রভাবে খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল ৮নং ওয়ার্ডের কর্মহীন ও গৃহবন্ধী নিম্ন আয়ের ২৭০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য জসিম চৌধুরী। খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে- চাউল- ৩কেজি, আলু-১কেজি, মশারী ডাইল-৫০০গ্রাম, পিয়াজ-৫০০ গ্রাম, ডেটল সাবান(ছোট) ২ পিচ, সয়াবিন তেল-২৫০ মিলি।

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে কর্মহীন ও গৃহবন্ধী এলাকার ২৭০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় এক ব্যাগ খাবার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে জসিম চৌধুরী এ প্রতিনিদিকে জানান, মক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহন করায় নিজেকে গর্ববোধ করে বলেন সময়ের এই কান্তিকালে সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করার এটিই মুখ্য সময়। নিজ নিজ পাড়া মহল্লায় প্রতিনিধি ও ধনী ব্যক্তিরা যদি এসব মানুষের পাশে দাড়াঁন তাহলে কাউকে না খেয়ে মরতে হবেনা। ভবিষ্যতে এলাকার মানুষের প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানান।

Read Previous

রামগড়ে ‘করোনা’ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

Read Next

করোনা সচেতনতা না মানায় মানিকছড়িতে ১২টি মামলা, জরিমানা