রামগড়ে ‘করোনা’ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশের ন্যায় রামগড়ে সম্প্রতি মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠান ও চার পথচারী কে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র রামগড় বাজার এলাকায় সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ভাতঘর হোটেলকে ২হাজার টাকা, খালেক বেকারীকে ৫শত টাকা এবং ৪জন পথচারীকে ২শত টাকা করে ৮শত টাকা জরিমানা করেন।

জরিমানা কালে তিনি জানান, সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনে আরো কঠোর অবস্থান নেবে। বর্তমানে ভাইরাস জনিত কারণে সকলের মঙ্গল কামনায় এ ধরনের অভিযান রামগড়ে অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post