গলায় ফাঁস দিয়ে ফটিকছড়িতে কিশোরের আত্মহত্যা

Spread the love

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস দিয়ে মুহাম্মদ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা ছুরানের বাড়ি মোহাম্মদ হাবিবুল্লাহর পুত্র।

জানা যায়, মঙ্গলবার রাতে মুহাম্মদের বাসায় তার বোন ও বোনের স্বামী বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়ার পর বোনের স্বামী চলে যায়। দুই বোন বাসায় থেকে যায়। সবাই রাত দুইটার দিকে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ৮টার দিকে তার বড় বোন শয়নকক্ষের দরজা খুলতে এসে দেখেন তার ভাই ফাঁসিতে ঝুলে আছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মনির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে করে বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ফটিকছড়ি থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।