করোনায় ফটিকছড়ির আরেক প্রবাসীর মৃত্যু
শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ মোজাহার (৫৭) নামে ওমানে ফটিকছড়ির আরো এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মোজাহার ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাইজপাড়ার মৃত্যু আব্দুল মালেকের পুত্র।
জানা যায়, তিনি গত ৫জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ওমানস্থ আল-খোদ বদর আল-সামা হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
১৩ জুলাই সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল হতে দেয়া মৃত্যু সনদে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন। তিনি মাস্কাট সীব বাজারস্থ সবজি মার্কেটে সবজির ব্যবস্থা করতেন। তিনি মৃত্যুকালে এক স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান।